মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | এসআইপিতে মাসে কত টাকা বিনিয়োগ করলে হবেন কোটিপতি, জেনে নিন বিস্তারিত

Sumit | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : যদি নিজের টাকাকে সঠিক পথে নিয়ে যেতে চান তাহলে এসআইপিতে বিনিয়োগ একটি বিশেষ পথ হতে পারে। যদি সঠিক পরামর্শ মেনে এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন আসবেই। মাসে ৯ হাজার টাকা যদি এসআইপিতে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকেও আপনি হতে পারেন কোটিপতি।


সবার আগে আপনাকে জানতে হবে এসআইপি কাকে বলে। এটি হল একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একে আবার অনেকে মিউচুয়াল ফান্ড হিসাবেও বলে থাকে। এখানে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, তিনমাস অন্তর বা বছরে একবারও বিনিয়োগ করতে পারেন। 


কেন এসআইপিতে বিনিয়োগ করবেন। এখানে খুব টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। সেই টাকার পরিমান ১০০ টাকাও হতে পারে। ছোটো টাকা থেকে বিনিয়োগ শুরু করেই আপনি হতে পারেন কোটিপতি। এখানে যে হারে সুদ পাওয়া যায় সেদিকে যদি নজর রাখলে তাহলে নিজের টাকা দীর্ঘসময় ধরে বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে।

 


যদি কারও বয়স ২৫ বছর হয় তাহলে সে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারে। যদি ২০ বছর ধরে সে বিনিয়োগ করতে পারে তখন তার বয়স হবে ৪৫ বছর। তার মোট বিনিয়োগের পরিমান হবে ১২ লক্ষ টাকা। এরপর যদি ১২ শতাংশ করে সুদ সে পায় তাহলে সে হাতে পাবে ৫০ লক্ষ টাকা।


যদি কারও বয়স ৩৫ বছর হয় তাহলে সে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারে। যদি ২০ বছর ধরে সে বিনিয়োগ করে তাহলে তখন তার বয়স হবে ৫৫ বছর। তার মোট বিনিয়োগের টাকা হবে ১২ লক্ষ টাকা। সেখানে ১২ শতাংশ সুদ ধরে তার হাতে আসবে ২৮ লক্ষ টাকা।


যদি ২১ কোটি টাকা টার্গেট করতে পারেন তাহলে মাসে বিনিয়োগ করতে হবে ১৮ হাজার টাকা। সেখানে সুদের হার থাকবে ১২ শতাংশ করে। যদি মাসে ৯ হাজার টাকা এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে ৪০ বছর পর আপনি ১০ কোটি টাকার মালিক হবেন। 

 


SIPmillionaireinvesting money

নানান খবর

সোশ্যাল মিডিয়া